Logo
Logo
×

সংবাদ

‘বিটিভিতে এলে লাশ ফেলে দেব’, শিল্পীকে হুমকির অভিযোগ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১২:১২ এএম

‘বিটিভিতে এলে লাশ ফেলে দেব’, শিল্পীকে হুমকির অভিযোগ

ছবি: সংগৃহীত

মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ টেলিভিশনের এক সঙ্গীত শিল্পী। এ ঘটনায় তিনি সদরঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গতকাল বুধবার (২৭ আগস্ট) দুপুরে মোবাইলে এ হুমকি পান বলে জানান তালিকাভুক্ত শিল্পী শংকর কুমার দে। 

এ বিষয়ে বৃহস্পতিবার শংকর কুমার দে সংবাদমাধ্যমকে জানান, বুধবার দুপুরে একটি অচেনা নম্বর থেকে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে বিটিভিতে গেলে হাড়গোড় ভেঙে লাশ ফেলার হুমকি দেওয়া হয়। এমন হুমকিতে তিনি ও তার পরিবার আতঙ্কিত।

তিনি আরও জানানম, থানায় জিডি করে আসার পর ঘর থেকে আর বের হইনি। এক প্রকার ঘরবন্দি হয়ে আছি। 

জানা যায়, শংকর কুমার দে বিটিভির প্রতিষ্ঠালগ্ন থেকে তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী বলে দাবি করেছেন। একইসঙ্গে চট্টগ্রাম কেন্দ্রে সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে তালিকাভুক্ত তিনি।

এ ব্যাপারে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, জিডিটি তদন্তের জন্য আদালতে আবেদন করা হয়েছে। তদন্তে হুমকি দেওয়ার সত্যতা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন