Logo
Logo
×

সংবাদ

মঞ্চ ৭১-এর আয়োজন ঘিরে উত্তেজনা, লতিফ সিদ্দিকীসহ ১৯ জন আটক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৬ পিএম

মঞ্চ ৭১-এর আয়োজন ঘিরে উত্তেজনা, লতিফ সিদ্দিকীসহ ১৯ জন আটক

রাজনৈতিক অস্থিরতার আবহে মঞ্চ ৭১-এর একটি অনুষ্ঠান ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে রাজধানীতে। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল বাংলাদেশের সংবিধান প্রণেতাদের একজন এবং গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের। তবে তিনি অনুষ্ঠানস্থলে উপস্থিত হননি।

অনুষ্ঠানটি সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও বিশেষ অতিথিরা তার আগেই মিলনায়তনে পৌঁছান। এর পরপরই ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থী ও স্থানীয় কিছু ব্যক্তি, আল আমিন রাসেলের নেতৃত্বে, মিলনায়তন ঘেরাও করে রাখেন। তারা সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী এবং নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীর প্রবেশ ও অবস্থানের বিরোধিতা করে সেখানে অবস্থান নেন।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় ঢাকা মহানগর পুলিশের একটি দল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজ আল আসাদের নেতৃত্বে। পুলিশ পৌঁছালে আন্দোলনকারীরা লতিফ সিদ্দিকীসহ অন্যান্য আওয়ামী লীগপন্থী নেতা-কর্মীদের আটক করার দাবি জানান।

অবরুদ্ধ অবস্থায় মিলনায়তনে ছিলেন লতিফ সিদ্দিকী। পরে পুলিশ তাকে ও অন্যদের নিরাপত্তার কথা বিবেচনা করে মিলনায়তন থেকে সরিয়ে নেয়। এ সময় লতিফ সিদ্দিকীসহ মোট ১৯ জনকে আটক করে পুলিশ।

এদিকে, স্থানীয় যুবদল ও বিএনপি নেতা-কর্মীরাও পরে আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করে যোগ দেন। অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় যুবলীগের তিন কর্মী ও আওয়ামী লীগের দুই নেতাসহ অন্তত সাতজনকে মারধর করে এক পর্যায়ে আটক করে রাখা হয়।

অনুষ্ঠান এবং উপস্থিত অতিথিদের ঘিরে এমন উত্তেজনাকর পরিস্থিতিতে মিলনায়তনের পরিবেশ অস্থির হয়ে ওঠে। এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে সামাজিক ও রাজনৈতিক মহলে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন