Logo
Logo
×

সংবাদ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগারগাঁওয়ে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০১:০৬ পিএম

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগারগাঁওয়ে সড়ক অবরোধ

তিন দফা দাবি আদায়ে রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। এতে ওই এলাকার যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। সড়কে আটকে পড়েছেন সাধারণ যাত্রীরা, সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’-এর ব্যানারে শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন। আগারগাঁওয়ের কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনের সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলোর মধ্যে রয়েছে— কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং অন্যান্য কৃষি গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পদের নিয়োগ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখা; বিএডিসির কোটা বাতিল করে নবম গ্রেডে কোনো ধরনের পদোন্নতি সুযোগ না রাখা এবং নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ছাড়া পদোন্নতির কোনো প্রক্রিয়া গ্রহণ না করা; পাশাপাশি, যাঁরা কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী নন, তাঁদের জন্য 'কৃষিবিদ' পদবি ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, তাঁদের এই পেশাগত দাবি দীর্ঘদিনের। তবে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় তাঁরা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন। দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।

এ বিষয়ে কৃষিবিদ ঐক্য পরিষদের পক্ষ থেকে জানানো হয়, বুধবার রাতেই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরে তাদের ফেসবুক গ্রুপ থেকে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

বিক্ষোভের কারণে আগারগাঁও এলাকায় সড়কজুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। সরকারি অফিসপাড়া এবং গুরুত্বপূর্ণ এই এলাকায় কর্মব্যস্ত দিনে যান চলাচল ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। পরিস্থিতি স্বাভাবিক করতে এখনও কোনো প্রশাসনিক হস্তক্ষেপ চোখে পড়েনি।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন