Logo
Logo
×

সংবাদ

ডিএমপির নতুন ডিবিপ্রধান শফিকুল ইসলাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১০:০৩ পিএম

ডিএমপির নতুন ডিবিপ্রধান শফিকুল ইসলাম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ১৮তম বিসিএস ব্যাচের সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম।

বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলীর সই করা এক সরকারি আদেশের মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়।

এই নতুন দায়িত্বের আগে শফিকুল হাইওয়ে পুলিশ রেঞ্জে উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৯৯ সালে তিনি পুলিশ ক্যাডারে যোগ দেন। পেশাগত জীবনে লক্ষ্মীপুরে সহকারী পুলিশ সুপার (এএসপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে বিভিন্ন পদে কাজ করেছেন শফিকুল ইসলাম।

২০১৩ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবেও দায়িত্ব পালন করেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন