জাতীয় কবি নজরুলের কবরে শ্রদ্ধা জানায়নি শিবির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৬:৩২ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে ইসলামী ছাত্রশিবির বা সংগঠনটির মনোনীত ডাকসু প্রার্থীরা কবির সমাধিতে শ্রদ্ধা জানায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত কবির সমাধিতে বেলা ৩টার দিকে গিয়ে দেখা যায়—সরকারের উপদেষ্টারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এ বিষয়ে বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনকে ঘিরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে শিবির সমর্থিত জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, তারা সন্ধ্যার পরে কবির কবর জিয়ারত করবেন।
পরে ফরহাদ জানান, নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকায় তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নজরুলের সমাধিতে যেতে পারেননি। তবে তিনি দাবি করেন, “আমরা নজরুলকে ধারণ করি এবং দেশের বিভিন্ন স্থানে আজকে আমাদের আয়োজিত অনুষ্ঠানে কবিকে স্মরণ করা হয়েছে।”