জবি শিক্ষক সাময়িক বরখাস্ত, ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৯:০৬ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) একাধিক অভিযোগের ভিত্তিতে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসী খাতুনকে সাময়িকভাবে বরখাস্ত ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের সই করা এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
আদেশে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ এর ৪৪(৬) ধারা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর বিধি ১২(১) এর অধীনে তাকে বরখাস্ত করা হয়েছে। তার বরখাস্ত ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আজ থেকে কার্যকর হবে।
এতে আরও বলা হয়, অভিযোগের মধ্যে রয়েছে শুধুমাত্র একটি ক্লাস অংশ নেওয়ার পর দুটি ক্লাসের জন্য উপস্থিতি দেওয়া, ধারাবাহিক মূল্যায়ন নম্বর দেওয়ায় অনিয়ম ও স্বেচ্ছাচারিতা এবং বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার অফিস ও উপাচার্যের অফিসের কর্মকর্তাদের প্রতি অশালীন ভাষা ব্যবহার এবং হুমকি দেওয়া।
আদেশে আরও উল্লেখ করা হয়েছে, এই ধরনের কাজ অসদাচরণ এবং নৈতিক স্খলনের নামান্তর। যার ফলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।