কারাগারের নাম হচ্ছে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’

কারাগারকে শুধু শাস্তির স্থান হিসেবে না দেখে সংশোধন ও পুনর্বাসনের একটি মানবিক ব্যবস্থাপনা গড়ে তুলতেই বাংলাদেশের কারাগারের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে এর নতুন নাম হবে ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’।
কারেকশন সার্ভিস অ্যাক্ট ২০২৫-এর খসড়া চূড়ান্ত হওয়ার পর এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। তিনি বলেন, বন্দিদের শুধুমাত্র আটকে না রেখে, তাদের মানসিক ও সামাজিকভাবে পরিবর্তনের সুযোগ দেওয়ার লক্ষ্যেই এই নাম ও কাঠামোগত পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে যে জনবল সংকট ছিল, তা কাটিয়ে ওঠার জন্য সরকার নতুন নিয়োগের অনুমোদন দিয়েছে। পাশাপাশি আরও দেড় হাজার নতুন জনবলের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।
বন্দিদের চিকিৎসাসেবা আরও উন্নত করতে নারায়ণগঞ্জে একটি কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।
কারা মহাপরিদর্শক বলেন, “বন্দিরাও মাঝে মাঝে কারা প্রশাসনের কাছে সরাসরি কথা বলেন, ফোন করেন। এটি আমাদের কাছে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়।”