Logo
Logo
×

সংবাদ

১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি আটক শাহজালাল বিমানবন্দরে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১২:৫৪ পিএম

১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি আটক শাহজালাল বিমানবন্দরে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৮ কেজি কোকেনসহ গায়ানার এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক ব্যক্তির নাম এম এস কারেন পেতুলা স্টাফেল। গতকাল সোমবার গভীর রাতে তাঁকে আটক করা হয়। উদ্ধার করা কোকেনের বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, সোমবার রাতে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি গোপন বার্তা আসে, যেখানে বলা হয় দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে একজন যাত্রী মাদক বহন করছেন। বার্তার ভিত্তিতে গোয়েন্দারা রাত আড়াইটার দিকে বিমানবন্দরে অবতরণ করা উড়োজাহাজের ওই যাত্রীকে নজরদারিতে নেন এবং তার পরিচয় নিশ্চিত করেন।

পরে ব্যাগেজ স্ক্যানিং করে পেতুলা স্টাফেলের লাগেজ থেকে ২২টি ডিম্বাকৃতির প্যাকেটে মোড়ানো কোকেন উদ্ধার করা হয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার করা কোকেন পরীক্ষা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর ইউনিট নিশ্চিত করে, এটি কোকেন।

পেতুলা স্টাফেলকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন