দেশ এখন স্থিতিশীল ও নির্বাচনের জন্য প্রস্তুত: ড. ইউনূস

অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
দেশ এখন নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলনের মূল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রধান উপদেষ্টা বলেন, দেশ এখন স্থিতিশীল ও নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের ঘোষণা দেওয়া হয়েছে।
এ সময় রোহিঙ্গাদের জাতিগত নির্মূল করা থেকে সশস্ত্র ঘাতকদের থামানো সবার নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন ড.মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতার সত্ত্বেও ২০১৭ সালে এবং তার আগে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে সীমান্ত খুলে দিয়েছিল বাংলাদেশ। সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের ৭ দফা প্রস্তাব তুলে ধরেন অধ্যাপক ইউনূস।
এরআগে, রোহিঙ্গা সংকট সমাধানে সোমবার ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়। কক্সবাজারের উখিয়ায় আয়োজিত সম্মেলনে ৪০টি দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং জাতিসংঘ প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।