Logo
Logo
×

সংবাদ

রোহিঙ্গাদের জাতিগত নির্মূল থামানো আমাদের নৈতিক দায়িত্ব : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০২:০৩ পিএম

রোহিঙ্গাদের জাতিগত নির্মূল থামানো আমাদের নৈতিক দায়িত্ব : প্রধান উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব। আজ সোমবার (২৫ আগস্ট) কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ২০১৭ সালে এবং তারও আগে রোহিঙ্গাদের জীবন বাচাতে মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল।

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যাতে কোনো রোহিঙ্গা আর বাংলাদেশে প্রবেশ না করে।

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে অবদান রাখার সংকল্প ঘোষণা করে ন্যায়বিচার এবং জবাবদিহি নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দেন ড. ইউনূস। তিনি বলেন, সমস্যা মিয়ানমারে সৃষ্টি, সমাধানও সেখানেই।

প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশ এখন স্থিতিশীল আছে, জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন