Logo
Logo
×

সংবাদ

বুড়িগঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারী-পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ১১:৩৩ পিএম

বুড়িগঙ্গায় হাত বাঁধা অবস্থায় নারী-পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে এক অপরের সঙ্গে হাত বাঁধা অবস্থায় নারী ও পুরুষের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। উদ্ধার হওয়া পুরুষের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর ও নারীর বয়স প্রায় ৩০ বছর। যুবকের পরনে ছিল লাল রঙের চেক শার্ট ও ট্রাউজার। আর যুবতীর পরনে ছিল লাল রঙের সালোয়ার ও ছাই রঙের গেঞ্জি।

আজ শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের মাদারীপুর ঘাট থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

বরিশুর নৌ পুলিশ ফাড়ির উপপরিদর্শক মোক্তার হোসেন জানিয়েছেন, খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের মাদারিপুর ঘাটে ভাসমান অবস্থায় ওই যুবক যুবতীর মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় যুবকের হাতের সঙ্গে যুবতীর এক হাত বাধা ছিলো। ধারণা করা হচ্ছে, আনুমানিক দুই থেকে তিন দিন আগে তাদের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআই এর ফরেন্সিক বিভাগ কাজ করছে বলেও জানান তিনি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন