
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। এই সফরে তিনি দেশটির ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সফর চলাকালীন নানা কর্মসূচিতে অংশ নেবেন সেনাপ্রধান। তাঁর এই সফর বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
জেনারেল ওয়াকার-উজ-জামান আগামী ২৭ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।