ভারি বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত

দেশের আকাশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন ঢাকাসহ চারটি বিভাগে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে ঝড়ো হাওয়ার আশঙ্কা থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে জারি করা এক সতর্কবার্তায় অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সকাল ৮টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। কোনো কোনো স্থানে ২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে অতিবর্ষণের কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে বলেও তিনি সতর্ক করেন।
এ ছাড়া খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার আভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। শুক্রবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করবে বলে জানায় অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায়, ভোর ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুমিল্লার মাইজদিকোর্টে, ৬৮ মিলিমিটার।
অন্য এক সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর কারণে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান করে সতর্কভাবে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।