মাওয়া এক্সপ্রেসওয়েতে কার উল্টে প্রাণ গেল ৩ জনের

মুন্সীগঞ্জের মাওয়া এক্সপ্রেসওয়েতে শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনির কাছে একটি প্রাইভেট কার উল্টে গেছে।
বৃহস্পতিবার সকাল ছয়টার দিকের এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আরেকজন গুরুতর আহত হয়েছেন।
হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, নিহতদের একজন নারী ও দুইজন পুরুষ। তাদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ প্রাথমিকভাবে বলছে, প্রাইভেট কারটি ঢাকার দিকে যাচ্ছিল এবং গাড়ির গতি ছিল অত্যন্ত বেশি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সড়কের বিভাজকে ধাক্কা খেয়ে উল্টে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ঘটনার মুহূর্তে প্রচণ্ড শব্দে সবাই চমকে ওঠেন। গাড়িটি উল্টে গিয়ে একপাশে ছিটকে পড়ে, মুহূর্তেই ভেতরে থাকা চার যাত্রী বিপর্যস্ত অবস্থায় আটকে যান।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই দুজন ঘটনাস্থলেই মারা যান। অন্য দুজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও একজনকে সেখানে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, গাড়ির ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে আছে। রক্তাক্ত অবস্থায় দুজনের মরদেহ পড়ে ছিল রাস্তার উপরেই, আরেকজনের গোঙানির শব্দ তখনও শোনা যাচ্ছিল।
এই দুর্ঘটনায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গাড়িটি সরিয়ে নেওয়ার পর সকাল সোয়া সাতটার দিকে স্বাভাবিক হয়ে আসে যান চলাচল, জানান ওসি আব্দুল কাদের জিলানী।