Logo
Logo
×

সংবাদ

ঐকমত্যের অভাবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব হয়নি: আসিফ মাহমুদ

Icon

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৮:১৪ পিএম

ঐকমত্যের অভাবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব হয়নি: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের অভাবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ বুধবার (২০ আগস্ট) বিকালে রংপুরে জুলাই বিপ্লবের প্রথম শহিদ আবু সাঈদের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, জনগণের ভোগান্তি বিবেচনায় নির্বাচিত প্রতিনিধিদের প্রত্যাহার করা সম্ভব হয়নি।

জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত সময়ে অনুষ্ঠিত হবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।

এরপর বিকালে তিনি জুলাই ৩৬ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। এসময় মাঠভর্তি দর্শক দেখে তিনি অভিভূত হন। তরুণদের খেলাধুলার প্রতি মনোযোগ দিতে অনুরোধ করে আসিফ মাহমুদ জানান, রংপুরে দ্রুততম সময়ের মধ্যে একটি বিভাগীয় স্টেডিয়াম নির্মাণ করা হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন