Logo
Logo
×

সংবাদ

মজিবুর রহমান পরমাণু শক্তি কমিশনে নতুন চেয়ার‌ম্যান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৪ পিএম

মজিবুর রহমান পরমাণু শক্তি কমিশনে নতুন চেয়ার‌ম্যান

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বিএইসি) চেয়ারম্যানের (চলতি দায়িত্ব) দেওয়া হয়েছে ড. মো. মজিবুর রহমানকে। সোমবার (১৮ আগস্ট) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ দেওয়া হয়েছে। পরবতী আদেশ না দেওয়া পর্যন্ত তাকে চেয়ারম্যানের চলতি দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। তিনি বর্তমানে বিএইসির সদস্য (জীব বিজ্ঞান) পদে কর্মরত রয়েছেন।

কৃষি ও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ে গবেষণা পরিচালনার জন্য ষাটের দশকে পারমাণবিক শক্তি কেন্দ্র নামে যাত্রা শুরু করে। ১৯৭২ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদস্যপদ গ্রহণ করে। ১৯৭৩ সালের ফেব্রুয়ারিতে, রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রক্রিয়া শুরুর পর প্রতিষ্ঠানটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনেক বেড়ে গেছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন