
ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাতের দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তবে কোন মামলার সূত্র ধরে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তখনো বিস্তারিত জানা যায়নি।
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরপরই অন্তর্বর্তী সরকারের হাতে আওয়ামী লীগের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রভাবশালী সংসদ সদস্যরা গ্রেপ্তার হতে থাকেন। সময় গড়িয়েছে এক বছর, তবু সেই ধারাবাহিকতা থামেনি।
শফিকুল ইসলাম অপু পেশায় ব্যবসায়ী। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-২ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে তিনি পরাজিত হন।