Logo
Logo
×

সংবাদ

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে পিকআপ ভ্যানের ধাক্কায় পাঁচজন নিহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১০:২২ এএম

চট্টগ্রামে কাভার্ড ভ্যানে পিকআপ ভ্যানের ধাক্কায় পাঁচজন নিহত

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে দ্রুতগামী পিকআপ ভ্যানের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে চট্টগ্রামের আকবর শাহ সিটি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন জানান, ভোরে একটি পিকআপ ভ্যান পেছন থেকে কাভার্ডভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজন নিহত হন এবং চারজন আহত হন। খবর পেয়ে আগ্রাবাদ স্টেশন থেকে একটি উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

আকবর শাহ থানা পুলিশ জানায়, পিকআপ ভ্যানে থাকা মৎস্যজীবীরা ফৌজদারহাট সমুদ্রসৈকতে মাছ ধরতে যাচ্ছিলেন। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন