Logo
Logo
×

সংবাদ

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৯:৪৭ পিএম

মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় রুজুকৃত হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১৭ আগস্ট) রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিসি তালেবুর রহমান বলেন, নাসির উদ্দীনকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন