উপদেষ্টা ফারুকী অ্যাপেন্ডিসাইটিসের ব্যাথায় ভুগছেন, রাতেই তা হতে পারে অস্ত্রোপচার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৯:১২ পিএম
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নিয়ে আসা হয়েছে। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মোস্তফা সরয়ার ফারুকীর জটিল একটি অস্ত্রোপচার করতে হবে জানিয়েছেন চিকিৎসকেরা। আজ রবিবার সন্ধ্যা ৭টায় স্কয়ার হাসপাতালের একজন শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতালের ওই কর্মকর্তা বলেন, উপদেষ্টা ফারুকীর চিকিৎসায় একটি বোর্ড গঠন করা হয়। শনিবার বিকেল সাড়ে ৩টায় বোর্ডের সভায় জানানো হয়, উপদেষ্টা অ্যাপেন্ডিসাইটিসের ব্যাথায় ভুগছেন। তার অস্ত্রোপচার জরুরি। আজ (রবিবার) রাতেই তা হতে পারে।’ এছাড়া উপদেষ্টার আর কোনো জটিলতা নেই বলেও জানান তিনি।
এর আগে মোস্তফা সরয়ার ফারুকীর অসুস্থতার খবর জানিয়ে তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে মন্ত্রণালয়ের একটি ওয়ার্কশপে উপস্থিত থাকাকালীন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
তিশা আরও লিখেছেন, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন আপাতত তিনি শঙ্কামুক্ত। সবাই তার জন্য দোয়া করবেন। কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক গণমাধ্যমকে বলেন, হঠাৎ ফুড পয়েজনিংয়ের ফলে উপদেষ্টার ডিহাইড্রেশন হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি কিছুটা ভালো অনুভব করছিলেন। কিন্তু সন্ধ্যার পর হঠাৎ শারীরিক অবনতি অনুভব করলে তিনি ঢাকায় ফিরে যেতে মনস্থির করেন। প্রাথমিক চিকিৎসার পর ওনাকে রাতেই ঢাকায় পাঠিয়ে দেয়া হয়েছে।