লালবাগে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন ‘কিলার বাবু’

ঢাকার লালবাগের শহীদনগরে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন তৌফিকুল ইসলাম নামে এক তরুণ (২৬)। এলাকাবাসীর কাছে তিনি ‘কিলার বাবু’ কিংবা ‘টেরা বাবু’ নামে পরিচিত ছিলেন।
রোববার সকালে গুরুতর আহত অবস্থায় সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সকাল পৌনে আটটার দিকে সেখানে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান জানান, বাবুর বিরুদ্ধে মাদক ও চুরিসহ অন্তত ১০ থেকে ১২টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরেই এলাকায় চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত ছিলেন। শনিবার রাত দুইটার পর স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন, তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এলাকাজুড়ে এখনো এই ঘটনাকে ঘিরে নানা আলোচনা চলছে। কেউ বলছেন, অপরাধের বোঝা তার জীবন কেড়ে নিল, আবার কারও মতে, আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা সমাজকে আরও ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।