Logo
Logo
×

সংবাদ

মুন্সীগঞ্জে নির্মিত হবে দেশের প্রথম ভ্যাকসিন ও এন্টিভেনম প্ল্যান্ট

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১০:৩২ পিএম

মুন্সীগঞ্জে নির্মিত হবে দেশের প্রথম ভ্যাকসিন ও এন্টিভেনম প্ল্যান্ট

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ কোম্পানি এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল) মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিসিক কেমিকেল শিল্প পার্কে ফার্মাসিউটিক্যালস এবং দেশের প্রথম ভ্যাকসিন ও এন্টিভেনম প্রকল্প বাস্তবায়ন করবে। শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং জমি রেজিস্ট্রেশন কার্যক্রম দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ইডিসিএলের গোপালগঞ্জ প্লান্টের ভ্যাকসিন ইউনিট এবং মানিকগঞ্জ প্ল্যান্ট এখানে স্থানান্তর করা হবে। এজন্য ৪০ একর জমি সংস্থান করা হয়েছে।

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা চট্টগ্রামে প্রক্রিয়াধীন এন্টি ভেনম প্ল্যান্টও এখানে স্থানান্তরের নির্দেশ দেন। তিনি বলেন, এটি সামগ্রিকভাবে লাভজনক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. সামাদ মৃধা এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন