নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীরা গণতন্ত্রের শত্রু: সালাহউদ্দিনৎ

জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশকারীদের গণতন্ত্রবিরোধী আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শনিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া করা হয়।
সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা নির্বাচনের আগে নানা অজুহাত দাঁড় করিয়ে শঙ্কা প্রকাশ করছেন, তারা গণতন্ত্র কিংবা জনগণের পক্ষে নয়। তাদের উদ্দেশ্য নির্বাচন বিলম্বিত করা বা প্রক্রিয়াকে ব্যাহত করা। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ এবং ভোটাধিকার আদায়ে তারা অঙ্গীকারবদ্ধ। কেউ যদি গণতন্ত্রের পথে বাধা দেওয়ার চেষ্টা করে, জনগণ তাদের প্রতিরোধ করবে।
তিনি রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ করে বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে যেমন ঐক্য গড়ে উঠেছিল, আগামী নির্বাচনও সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে একইভাবে ঐক্যবদ্ধ হতে হবে। আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তুললে গণতান্ত্রিক যাত্রা সহজ হবে।
বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, নানা বাধা পেরিয়ে তিনি গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন এবং আজও জনগণের কাছে আলোর দিশারি হয়ে আছেন। তার দীর্ঘায়ু কামনা করে সালাহউদ্দিন বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি যেন পথপ্রদর্শক হয়ে থাকেন।
সালাহউদ্দিন জানান, খালেদা জিয়ার পরামর্শ অনুযায়ী বিএনপি বহুবার সরকারের সঙ্গে আলোচনা করেছে এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তির সঙ্গেও আলাপ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, জাতি অপেক্ষা করছে একটি গ্রহণযোগ্য, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য—যে গণতন্ত্রের জন্য শহীদরা রক্ত দিয়েছেন, দীর্ঘ সংগ্রাম হয়েছে।
তার মতে, গণতন্ত্রকে টেকসই করতে হলে জাতীয় ঐক্য বজায় রাখা জরুরি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিকে শক্তিতে রূপান্তর করতে হবে।
অনুষ্ঠানে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সঞ্চালনা করেন। সেখানে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব। আরও উপস্থিত ছিলেন যুবদলের রেজাউল কবির পল, বেলাল হোসেন তারেক, খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দিন জুয়েল, রবিউল ইসলাম নয়ন, সাজ্জাদুল মিরাজ প্রমুখ।