Logo
Logo
×

সংবাদ

পবায় এক পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১১:৩৭ এএম

পবায় এক পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রী, তাদের ছেলে ও কন্যাশিশুর লাশ পাওয়া যায়। নিহতরা হলেন মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) ও দেড় বছরের মেয়ে মিথিলা। মাহিম স্থানীয় স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, উত্তরের ঘরে মা ও কন্যাশিশুর মরদেহ এবং দক্ষিণের ঘরে মিনারুল ও তার ছেলের দেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। মিনারুল পেশায় কৃষক ছিলেন এবং তার কাছে একাধিক ব্যক্তির পাওনা ছিল বলে জানা গেছে।

মতিহার থানার এএসআই কালাম পরভেজ জানান, ঘটনাস্থলে মরদেহের পাশ থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে ঋণের প্রসঙ্গ উল্লেখ আছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান জানান, চিঠিটি প্রাথমিকভাবে মিনারুলের লেখা মনে হলেও পরীক্ষা–নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। তিনি আরও জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন