Logo
Logo
×

সংবাদ

সাদাপাথর লুটকারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ০৫:৪২ পিএম

সাদাপাথর লুটকারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ থেকে সাদাপাথর লুটকারীদের তালিকা দাখিলের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এছাড়া আদালত আগামী দুই মাসের মধ্যে র‌্যাব, বিজিবি, পুলিশসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এ তালিকা করে প্রতিবেদন আকারে হাইকোর্টে দাখিল করতে বলেছে। একই সঙ্গে ভোলাগঞ্জের লুট হওয়া সব পাথর সাত দিনের মধ্যে ফেরত এনে আগের জায়গায় ফেলতে নির্দেশ দিয়েছেন আদালত। আগামী বৃহস্পতিবারের মধ্যে এসব আদেশ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে প্রতিবেদন দাখিল করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া এই সাদা পাথর লুটের ঘটনায় কী পরিমাণ আর্থিক ও পরিবেশগত ক্ষতি হয়েছে তা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন অধ্যাপকের নেতৃত্বে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বিবাদীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ সচিব ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সাত দিনের মধ্যে ওই কমিটি করতে বলা হয়েছে। পাশাপাশি তিন মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ভোলাগঞ্জে সাদা পাথর লুট করে নেওয়ার ক্ষেত্রে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না এবং এ এলাকাকে সংরক্ষণের কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে রুল জারি করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ আইনের ৫ ধারা অনুযায়ী ওই এলাকাকে কেন ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা করা হবে না এবং যারা এই পাথর লুট করে পরিবেশের ক্ষতি করেছেন তাদের কাছ থেকে কেন ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। পরিবেশ সচিব, সিলেটের জেলা প্রশাসক, এসপি, বিজিবি, র‍্যাবসহ স্থানীয় প্রশাসনকে এসব রুলের জবাব দিতে বলা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন