
ঢাকা মহানগর এলাকায় ১৫ আগস্ট একদিনের জন্য যেকোনো ধরনের ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। আজ বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয় ডিএমপি।
গণবিজ্ঞপ্তিতে ডিএমপির পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ক্ষমতাবলে ১৪ অগাস্ট রাত ১১টা থেকে ১৫ অগাস্ট রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় যে কোনো প্রকার ফানুস উড়ানো নিষিদ্ধ করা হল। সবাইকে এ নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে।
তবে কি কারণে এই ফানুস উড়ানো নিষিদ্ধ করা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি গণবিজ্ঞপ্তিতে।
তবে পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার আওয়ামী লীগের কালো ফানুস উড়ানোর একটা পরিকল্পনার খবর তাদের কাছে আসে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ এদিন ফানুস উড়ানো নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দিয়েছে।