Logo
Logo
×

সংবাদ

শিক্ষাবিদ ও প্রাবন্ধিক যতীন সরকার আর নেই

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০১ পিএম

শিক্ষাবিদ ও প্রাবন্ধিক যতীন সরকার আর নেই

বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক এবং বামপন্থী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব অধ্যাপক যতীন সরকার আর নেই। তার বয়স হয়েছিল ৯০ বছর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজ বুধবার দুপুর আড়াইটায় তিনি মারা যান। কিডনি ও বার্ধক্য জনিত নানা জটিলতায় ৮ আগস্ট থেকে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. জাকিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নেত্রকোনার কেন্দুয়া গ্রামে ১৯৩৬ সালের ১৮ আগস্ট যতীন সরকারের জন্ম। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের প্রাক্তন এই শিক্ষক মননশীল সাহিত্যচর্চার পাশাপাশি প্রগতিশীল আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

সরকার আর সাহিত্যে অবদানের জন্য ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার, ২০০৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন, সাহিত্যের কাছে প্রত্যাশা এবং শিশুদের জন্য রচিত- গল্পে গল্পে ব্যাকরণ।

২০০২ সালে শিক্ষকতা থেকে অবসর গ্রহণের পর তিনি নিজ জেলা নেত্রকোনায় ফিরে আসেন এবং সেখানেই সাহিত্যচর্চা চালিয়ে যান। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কবি সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন