Logo
Logo
×

সংবাদ

ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১২:৩১ পিএম

ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির মাঝামাঝিতেই নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার এক বছরের মধ্যে অন্তর্বর্তী সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতি পুনরুদ্ধার করেছে। এখন দেশ নির্বাচনের জন্য প্রস্তুত।

এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা কামনা করেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান এবং বাংলাদেশের তরুণদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও জনগণকে ধন্যবাদ জানান।

পুত্রজায়ায় দুই দেশের মধ্যে জ্বালানি, প্রতিরক্ষা, উচ্চশিক্ষা ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ স্বাক্ষর ও বিনিময় হয়।

উচ্চশিক্ষা সহযোগিতায় নোট বিনিময় করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান ও বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। কূটনীতিকদের প্রশিক্ষণ বিষয়ে নোট বিনিময় করেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। হালাল ইকোসিস্টেম সহযোগিতায় নোট বিনিময় হয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের উপমন্ত্রী সিনেটর ড. জুলকিফলি বিন হাসান এবং বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের মধ্যে।

প্রতিরক্ষা সহযোগিতায় সমঝোতা স্মারকে সই করেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ বিন নর্দিন এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এলএনজি সরবরাহ ও অবকাঠামো উন্নয়নে চুক্তিতে সই করেন মালয়েশিয়ার ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী আমির হামজা বিন আজিজান ও জ্বালানি উপদেষ্টা এম ফৌজুল কবির খান।

এছাড়া কৌশলগত গবেষণায় আইএসআইএস মালয়েশিয়া ও বিআইআইএসএসের মধ্যে, চিপ নির্মাণে মিমোস ও বিএমসিসিআইয়ের মধ্যে, এবং বাণিজ্য সহযোগিতায় এনসিসিআইএম ও এফবিসিসিআইয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হয়।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন