‘শূন্য রিটার্ন’ দাখিল অবৈধ, শাস্তি ৫ বছরের কারাদণ্ড

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আবারও জানিয়েছে, আয়কর রিটার্নে ‘জিরো রিটার্ন’ নামে কোনো বৈধ প্রক্রিয়া নেই। কেউ যদি শূন্য বা মিথ্যা তথ্য দিয়ে রিটার্ন জমা দেন, তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে এবং এর শাস্তি সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
রোববার এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর কিছু পোস্টে দাবি করা হচ্ছে যে, প্রতিটি ঘরে শূন্য লিখে রিটার্ন জমা দেওয়া সম্ভব। এসব তথ্যে প্রলুব্ধ হয়ে কিছু করদাতা প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় গোপন করছেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ।
নতুন আয়কর আইন-২০২৩ অনুযায়ী করদাতাকে অবশ্যই তার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় রিটার্নে সঠিকভাবে উল্লেখ করতে হবে। কোনো ঘরে বা সব ঘরে শূন্য দেখিয়ে রিটার্ন জমা দেওয়া সম্পূর্ণ অবৈধ। আইনের ৩১২ ও ৩১৩ ধারায় অসত্য তথ্য দেওয়ার জন্য সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। করযোগ্য আয় না থাকলেও সঠিক তথ্য প্রদান বাধ্যতামূলক।
এনবিআর করদাতাদের স্মরণ করিয়ে দিয়েছে, রিটার্নে সঠিক তথ্য দেওয়া একজন নাগরিকের আইনগত ও নৈতিক দায়িত্ব। সবাইকে সৎভাবে রিটার্ন জমা দিয়ে দেশের উন্নয়নে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং সামাজিক মাধ্যমে প্রচারিত ‘জিরো রিটার্ন’-এর মিথ্যা প্রচারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।