পূর্ব তিমুরকে গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

ছবি: সংগৃহীত
এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ। আজ শুক্রবার (৮ আগস্ট) লাওসে অনুষ্ঠিত ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে বাংলাদেশ ৪-০ ব্যবধানে এগিয়ে ছিল।
বাংলাদেশের তৃষ্ণা রানী হ্যাটট্রিক করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অন্য পাঁচটি গোল করেছেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবিরন, সাগরিকা ও মুনকি আক্তার। টুর্নামেন্টে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় জয়। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে স্বাগতিক লাওসকে পরাজিত করেছিল।
এই দুই জয় নিয়ে বাংলাদেশ এখন পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে। সন্ধ্যায় গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া খেলবে লাওসের বিপক্ষে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ আগস্ট, যেখানে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় নিশ্চিত করলে ‘এইচ’ গ্রুপের চূড়ান্ত ভাগ্য নির্ধারণ হবে।
এশিয়ান কাপ ২০২৬ আসরের চূড়ান্ত পর্বে ওঠার ক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন দল সরাসরি যোগ্যতা অর্জন করবে এবং রানার্সআপ হিসেবে সেরা তিনটি দলও থাইল্যান্ডে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে জায়গা পাবে। দুটি ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন চূড়ান্ত পর্বে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে।