Logo
Logo
×

সংবাদ

গাজীপুরে সাংবাদিক হত্যা: জিজ্ঞাসাবাদের জন্য আটক ৫

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৫:৪৮ পিএম

গাজীপুরে সাংবাদিক হত্যা: জিজ্ঞাসাবাদের জন্য আটক ৫

ছবি: সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখন তাদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

আজ শুক্রবার (৮ আগস্ট) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, এখন পর্যন্ত ৪ থেকে ৫ জন আসামিকে শনাক্ত করা গেছে। তবে চাঁদাবাজির লাইভ করার কোনো তথ্য পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজের নারীকে পাওয়া গেলে হত্যার কারণ জানা যাবে।

এর আগে, শুক্রবার সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বাসন থানায় মামলা দায়ের করা হয়। নিহতের বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে জানা গেছে চান্দনা চৌরাস্তা এলাকায় শাপলা ম্যানশনের সামনে এক নারীকে মারধর করে বাদশা মিয়া নামে এক ব্যক্তি। এ সময় কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে বাদশাকে আঘাত করে। এই ঘটনার ভিডিও ধারণ করেন তুহিন। বিষয়টি টের পেয়ে তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে হামলাকারীরা।

এ সময় নিজের পরিচয় দিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানান তুহিন। পরে পাশের একটি মার্কেটের সামনে তুহিনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তারা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন