Logo
Logo
×

সংবাদ

জুলাই সনদ বাস্তবায়নে ফের আলোচনায় বসবে ঐকমত্য কমিশন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০১:৩৮ পিএম

জুলাই সনদ বাস্তবায়নে ফের আলোচনায় বসবে ঐকমত্য কমিশন

জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, জুলাই সনদের শর্তগুলো কার্যকর ও বাস্তবায়নের পথ নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বসবে তারা। শুক্রবার সকাল ১১টায় জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ এ তথ্য দেন।

তিনি বলেন, সনদের অঙ্গীকারগুলো নিশ্চিত করা এবং তা বাস্তবায়নের উপায় বের করতে দলগুলোর সঙ্গে নতুন করে আলোচনা প্রয়োজন। এ জন্য আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গেও আলাপ হবে। তার আশা, দ্রুতই একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

ড. আলী রীয়াজ আরও জানান, গত দুই দফা সংলাপে কাঙ্ক্ষিত জাতীয় সনদ প্রণয়নের জন্য উল্লেখযোগ্যসংখ্যক সংস্কার ও সুপারিশে রাজনৈতিক ঐকমত্য গড়ে উঠেছে। প্রথম দফায় ১৬৫ প্রস্তাবের মধ্যে ৬২টিতে একমত হওয়া গেছে, যেগুলোর কিছু ইতিমধ্যেই সরকার অধ্যাদেশ, নীতি বা নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমে কার্যকর করেছে। দ্বিতীয় দফায় ২০টি সাংবিধানিক ইস্যুতে আলোচনা হয়, যার মধ্যে ১১টিতে সর্বসম্মতি এবং ৯টিতে অধিকাংশ দলের সমর্থন পাওয়া গেছে, যদিও কিছু ক্ষেত্রে ভিন্নমত লিপিবদ্ধ থাকবে। প্রথম দফায় দলগুলোর অনীহার কারণে ২৫টি বিষয় আলোচনার বাইরে ছিল।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন