Logo
Logo
×

সংবাদ

ঢাকার বাইরে ৩টি বিশেষায়িত হাসপাতাল হবে: স্বাস্থ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১০:৫৬ পিএম

ঢাকার বাইরে ৩টি বিশেষায়িত হাসপাতাল হবে: স্বাস্থ্য মন্ত্রণালয়

ছবি: সংগৃহীত

রাজধানীতে আর কোনো বিশেষায়িত হাসপাতাল হবে না। বিদেশি অর্থায়নে ঢাকার বাইরে তিনটি বিশেষায়িত হাসপাতাল হবে। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে মিন্টোরোডের শহীদ আবু সাইদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান জানান, স্বাস্থ্য ব্যবস্থার বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছেপ্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে দেশের ইউনিয়নওয়ার্ড পর্যায়ের সকল প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো হবে। উপজেলা, জেলা ও বিভাগীয় হাসপাতাল রেফারেল সেন্টার হিসেবে গণ্য হবে।

স্বাস্থ্য উপদেষ্টা জানান, সেপ্টেম্বরের মধ্যে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। অনুপ্রেরণা জোগাতে স্বাস্থ্য কর্মীদের জন্য বিশেষায়িত বেতন বোর্ড করার প্রস্তাব নিয়ে প্রধান উপদেষ্টার কাছে যাবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন