Logo
Logo
×

সংবাদ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু, আহত আরও একজন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১১:৫৫ এএম

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু, আহত আরও একজন

টাঙ্গাইলের ধনবাড়ীতে আজ বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন, আহত হয়েছেন আরও একজন। সকাল সাড়ে ছয়টার দিকে বিলাসপুর বটতলা এলাকায় একটি পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

ধনবাড়ী থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ফরিদ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে রয়েছেন জামালপুরের মেলানদহ উপজেলার চর গ্রামের আলামিন (বয়স ৩০), চরপালিশা গ্রামের স্বপন মিয়া (বয়স ৩৫) এবং সদর উপজেলার হাসিল মানিকাবাড়ী এলাকার জুয়েল রানা (বয়স ৩২)। আহত ব্যক্তি মো. সানী (বয়স ১৮), তিনি ময়মনসিংহ সদর উপজেলার পাণ্ডা গ্রামের বাসিন্দা সাইদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, জামালপুরমুখী একটি পিকআপ ভ্যান যখন বিলাসপুর বটতলা এলাকায় পৌঁছায়, তখন উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সরাসরি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আহতদের একজন মারা যান।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন