Logo
Logo
×

সংবাদ

বিমান বিধ্বস্তের ১৫ দিন পর মাইলস্টোন কলেজ শাখায় পাঠদান শুরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০২:২০ পিএম

বিমান বিধ্বস্তের ১৫ দিন পর মাইলস্টোন কলেজ শাখায় পাঠদান শুরু

বিমান দুর্ঘটনার ঘটনার দুই সপ্তাহ পর আজ বুধবার আবারও শুরু হয়েছে পাঠদান কার্যক্রম রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে।

আজ সকাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটির কলেজ শাখার (নবম থেকে দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীরা ক্লাসে যোগ দেয়। সকাল সাড়ে আটটা থেকেই নিয়মিত ক্লাস শুরু হয় বলে জানান প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।

এর আগেও গত রোববার শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছিল। তবে সেদিন পাঠদান হয়নি। তারা অংশ নিয়েছিল একটি দোয়া ও শোক আয়োজনে, যেখানে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করা হয়। সেই সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীরা একে অপরের খোঁজ-খবর নিয়ে ঘরে ফিরে গিয়েছিল।

২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত এই শিক্ষাপ্রতিষ্ঠানের পাশেই বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। অনেকেই এখনো দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে।

বিমান দুর্ঘটনার মানসিক অভিঘাত কাটিয়ে ওঠার জন্য মাইলস্টোন ক্যাম্পাসে একটি কাউন্সেলিং কেন্দ্র খোলা হয়েছে। এখানে শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক সহায়তা দেওয়া হচ্ছে। যারা এই ঘটনা খুব কাছ থেকে দেখেছে, সেই শিক্ষক ও অভিভাবকরাও সেবা নিচ্ছেন কাউন্সেলরদের কাছ থেকে।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য, শিক্ষার্থীদের মানসিক চাপ থেকে মুক্ত করে আবার পড়ালেখায় মনোযোগী করে তোলা, যেন তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন