স্ক্রিনশট পলিটিক্স শুরু হলে এনসিপি-বাগছাসে অনেকের রাজনীতি থাকবে না: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৫:১২ পিএম
-689095b5b074d.jpg)
স্ক্রিনশট পলিটিক্স শুরু হলে এনসিপি-বাগছাসে যারা দিনরাত শিবির-ব্যাশিং করেন, তাদের অনেকেরই রাজনৈতিক ক্যারিয়ার নাই হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। গতকাল রবিবার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের ফেসবুকে দেওয়া একটি পোস্টে হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম ‘জুলাই অভ্যুত্থান’-সংক্রান্ত এক মামলায় ছাত্রলীগের দুই নেতার অব্যাহতি চেয়েছেন।
এর প্রতিক্রিয়ায় তবে সাদিক কায়েমের দাবি, আমি এমন কোনো অনুরোধ করিনি। আমি কেবল বলেছি—নিরপরাধ কেউ যেন মামলায় না জড়ায়। তথ্য যাচাইয়ের অনুরোধ জানিয়েছিলাম।
তার ভাষায়, আমার কাছে বিভিন্ন সূত্র থেকে খবর এসেছে যে, কিছু নিরপরাধ ব্যক্তিকেও মামলায় জড়ানো হচ্ছে। সেই প্রেক্ষিতে আমি চাইছিলাম ক্রসচেক করা হোক, আদৌ তারা হামলায় জড়িত কি না।
সাদিক দাবি করেন, আব্দুল কাদের যেই স্ক্রিনশট প্রকাশ করেছেন, সেটি আদতে তার (কাদেরের) সঙ্গে হয়নি বরং এনসিপি’র অন্য এক নেতার সঙ্গে হওয়া ব্যক্তিগত আলাপ। এই স্ক্রিনশট অপব্যাখ্যা দিয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে।
তিনি বলেন, ‘প্রাইভেট আলাপের স্ক্রিনশট অপব্যাখ্যা করে পাবলিকলি ছড়ানো একটি ঘৃণ্য সংস্কৃতির সূচনা। ব্যক্তিগত ফায়দা লুটতে গিয়ে প্রাইভেট ইনফরমেশন সামনে আনার সংস্কৃতি রাজনীতিকে অবিশ্বাস আর অনাস্থার দিকে ঠেলে দিচ্ছে।’
তিনি সতর্ক করে বলেন, ‘স্ক্রিনশট পলিটিক্স শুরু হলে এনসিপি-বাগছাসে যারা দিনরাত শিবির-ব্যাশিং করেন, তাদের অনেকেরই রাজনৈতিক ক্যারিয়ার নাই হয়ে যেতে পারে।’
এদিকে এনসিপি’র কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান রিজভী বলেন, ‘জুলাইয়ে হামলাকারী হাসান সাঈদিকে জড়িয়ে সাদিক কায়েমকে অযথা হিউমিলেয়েট করা হচ্ছে।’