রাজধানীতে সাবেক কাউন্সিলরসহ আ. লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত
সাবেক নারী ওয়ার্ড কাউন্সিলর সুলতানা আহমেদ লিপিসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (৩ আগস্ট) রাত থেকে সোমবার (৪ আগস্ট) সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে সবার পরিচয় জানা যায়নি।
আগামীকাল মঙ্গলবার ৫ আগস্ট ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারাদেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। এদিন কোনো নাশকতার ঘটনা যেন না ঘটে সেজন্য তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।