Logo
Logo
×

সংবাদ

ঢাকায় ৫ আগস্ট উপস্থাপিত হবে ‘জুলাই ঘোষণাপত্র’, ছাত্র-জনতার জন্য বিশেষ ট্রেন, দিনভর আয়োজনে মুখর থাকবে মানিক মিয়া অ্যাভিনিউ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১২:০২ পিএম

ঢাকায় ৫ আগস্ট উপস্থাপিত হবে ‘জুলাই ঘোষণাপত্র’, ছাত্র-জনতার জন্য বিশেষ ট্রেন, দিনভর আয়োজনে মুখর থাকবে মানিক মিয়া অ্যাভিনিউ

‘ছত্রিশ জুলাই’ গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ঐতিহাসিক আয়োজন। অন্তর্বর্তী সরকার জানিয়েছে, আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থাপন করা হবে বহু প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ঘোষণাপত্র পাঠ করতে পারেন। দিনব্যাপী আয়োজনে দেশের নানা প্রান্ত থেকে ছাত্র-জনতা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

সরকার এই উপলক্ষে সারা দেশ থেকে ছাত্র-জনতাকে আনতে আট জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। এসব ট্রেনে করে ৫ আগস্ট দুপুরের মধ্যে অংশগ্রহণকারীরা ঢাকায় পৌঁছাবেন এবং কর্মসূচি শেষে আবার নিজ নিজ জেলায় ফিরে যাবেন। এই আট জোড়া ট্রেন চালাতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা, যা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে দেওয়া হবে।

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর বিশেষ ট্রেন চেয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে চিঠি দেয়। সেখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হলে রেল কর্তৃপক্ষ দিনেই বিশেষ ট্রেনের ব্যবস্থা নিশ্চিত করে।

বিভিন্ন রুটে ট্রেন চলাচলের সময়সূচিও নির্ধারিত হয়েছে। রংপুর থেকে আগত ট্রেন ৪ আগস্ট রাত সাড়ে ১১টায় যাত্রা শুরু করবে। চট্টগ্রাম, রাজশাহী, সিলেটের ট্রেনগুলো ৫ আগস্ট ভোরে ছাড়বে। ঢাকার আশেপাশের জেলা যেমন গাজীপুর, ফরিদপুর ও নরসিংদী থেকে ট্রেনগুলো ছাড়বে দুপুরের আগে। কর্মসূচি শেষে ফিরতি যাত্রাও নির্দিষ্ট সময়ে শুরু হবে।

ট্রেনগুলোর মধ্যে রয়েছে:

চট্টগ্রাম থেকে ১৬ কোচের ট্রেন, আসন ৮৯২, ভাড়া ৭ লাখ টাকার বেশি

গাজীপুরের জয়দেবপুর থেকে ৮ কোচের ট্রেন, আসন ৭৩৬, ভাড়া ৭২ হাজার টাকা

নারায়ণগঞ্জ থেকে ১০ কোচের ট্রেন, আসন ৫১০, ভাড়া ৫৬ হাজার টাকা

নরসিংদী থেকে ১২ কোচের ট্রেন, আসন ৬৫২, ভাড়া ৯৫ হাজার টাকা

সিলেট থেকে ১১ কোচের ট্রেন, আসন ৫৪৮, ভাড়া ৩ লাখ ২৩ হাজার টাকা

রাজশাহী থেকে ৭ কোচের ট্রেন, আসন ৫৪৮, ভাড়া ৪ লাখ ৮৫ হাজার টাকা

রংপুর থেকে ১৪ কোচের ট্রেন, আসন ৬৩৮, ভাড়া ১০ লাখ ৫০ হাজার টাকা

ফরিদপুরের ভাঙা থেকে ৭ কোচের ট্রেন, আসন ৬৭৬, ভাড়া ২ লাখ ৬১ হাজার টাকা

দিনভর অনুষ্ঠানসূচিতে থাকছে সংগীত, নাটক ও আলোচনার নানা আয়োজন। সকাল ১১টা থেকে শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা, দুপুর ২টা ২৫ মিনিটে হবে ‘ফ্যাসিস্টের পলায়ন উদযাপন’, ৫টায় উপস্থাপন করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’, এরপর সন্ধ্যায় থাকবে ড্রোনভিত্তিক নাট্য পরিবেশনা ও কনসার্ট।

এই আয়োজনের পেছনে রয়েছে সাংস্কৃতিক মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি এবং সংসদ সচিবালয়ের সমন্বিত পরিকল্পনা।

২০২৪ সালের মাঝামাঝি সময়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন ধীরে ধীরে পরিণত হয় একটি সর্বাত্মক গণ-আন্দোলনে। সরকারের পক্ষ থেকে আন্দোলন দমন করতে বলপ্রয়োগ, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধসহ নানা চেষ্টা চালানো হয়, কিন্তু ব্যর্থ হয়।

গণপ্রতিরোধের মুখে ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হন দীর্ঘ সময় ধরে শাসন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন করে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক রূপরেখার উদ্যোগ নেওয়া হয়। এর পর থেকেই চলতে থাকে রাষ্ট্র সংস্কার কমিশনের কাজ, রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা, ও নতুন রাষ্ট্রীয় কাঠামো তৈরির প্রস্তাব।

জুলাই ঘোষণাপত্র এই প্রচেষ্টারই একটি ফল। গত ডিসেম্বরেই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত জানায়।

প্রথমে সরকারের সংশ্লিষ্টতা না থাকলেও পরে সরকার নিজেই এই ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয়। জুলাই জাতীয় সনদ তৈরির পাশাপাশি ঘোষণা করা হয় একটি বিস্তারিত রাজনৈতিক নীতিপত্র।

খসড়ার ভিত্তিতে বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির মতামত নিয়ে তৈরি হয় ২৬ দফার এক প্রস্তাবনা। সেখানে বলা হয়, বাংলাদেশের জনগণ একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে মানবাধিকার, আইনের শাসন, দুর্নীতিমুক্ত এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা জানাচ্ছে।

তাছাড়া, ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার প্রস্তাবও খসড়ায় অন্তর্ভুক্ত হয়েছে। খসড়াটি এখন চূড়ান্ত রূপ পেয়েছে বলে শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর নিশ্চিত করেছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন