৫ অগাস্ট ঢাকায় লোক আনতে ৮ জোড়া ট্রেন ভাড়া করছে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১০:৩১ পিএম

অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ঢাকায় লোকসমাগম ঘটাতে আট জোড়া ট্রেন ভাড়া করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এসব ট্রেন দেশের বিভিন্ন জায়গা থেকে ছাত্র-জনতাকে ঢাকায় নিয়ে আসবে, সমাবেশ শেষে আবার ফিরিয়ে নিয়ে যাবে।
আগামী মঙ্গলবার রাজধানীর জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে থাকছে দিনভর আয়োজন। সেখানেই বিকেল ৫টায় 'জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ৫ অগাস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আনতে ট্রেন ভাড়া করা হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর থেকে আমাদের চিঠি দেওয়া হয়েছে। এজন্য আমরা তাদের আট জোড়া ট্রেন ভাড়া দিয়েছি।
তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আমরা ট্রেন ভাড়া দিই। আমরা জামায়াতকে দিয়েছি, আজকে (রোববার) ছাত্রদল আমাদের কাছ থেকে ট্রেন ভাড়া করেছে। একইভাবে বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা এসব ট্রেন ভাড়া দিয়েছি।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব বলেন, সরকারের ভাড়া করা ট্রেনগুলো সিলেট, চট্টগ্রাম, রংপুর, ভাঙ্গা, ভৈরব, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং জয়দেবপুর থেকে যাত্রী আনা-নেওয়া করবে।