মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

জুলাই-অগাস্টে আন্দোলন দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ রোববার।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে রাষ্ট্রপক্ষ এদিন মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করবে। অনুমতি পেলে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। প্রথম দিনে সাক্ষ্য দেবেন খোকন চন্দ্র বর্মণ নামের একজন।
তিন আসামির মধ্যে একমাত্র চৌধুরী আবদুল্লাহ আল মামুন কারাগারে রয়েছেন; তিনি দোষ স্বীকার করে রাষ্ট্রপক্ষের সাক্ষী হতে আবেদন করেছেন। বাকি দুজনকে পলাতক হিসেবে দেখিয়ে বিচার চলছে।
গত ১০ জুলাই এই তিনজনের বিরুদ্ধে হত্যা ও গুরুতর মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই ও আগস্টে সরকারবিরোধী ছাত্র-আন্দোলন দমনে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ ব্যবহার করে পরিকল্পিত সহিংসতা চালানো হয়, যাতে প্রাণ হারায় প্রায় দেড় হাজার এবং আহত হয় হাজারো মানুষ।
মামলায় মোট ৮১ জনকে সাক্ষী করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে উসকানিমূলক ভাষণের মাধ্যমে সহিংসতা সৃষ্টির অভিযোগ, নিরস্ত্র ছাত্রদের গুলি করে হত্যা, এবং বিচারবহির্ভূতভাবে লাশ পোড়ানোর মতো ঘটনায় উচ্চ পর্যায়ের নেতৃত্বের ভূমিকা।
প্রসঙ্গত, যুদ্ধাপরাধ বিচারের জন্য ২০১০ সালে গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালই এখন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর বিচার করছে। চলমান বিচারকার্যে অন্তর্বর্তী সরকার দলীয় পর্যায়েও দায় নির্ধারণের আইন সংশোধন করেছে।