জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপনের প্রস্তুতি চূড়ান্ত, ৫ আগস্ট প্রকাশ

আসন্ন ৫ আগস্ট বিকেল ৫টায় ‘জুলাই ঘোষণাপত্র’ জাতির সামনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যে এর খসড়া চূড়ান্ত হয়েছে। এই ঘোষণা গণ-আন্দোলনের বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আজ শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানান, জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের পক্ষ থেকে প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সময়েই তা প্রকাশ করা হবে।
শফিকুল আলম লেখেন, “অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। ৫ আগস্ট, মঙ্গলবার, বিকাল ৫টায় এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এতে গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।” একইসঙ্গে তিনি জানান, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
সরকারি প্রেস উইং থেকেও শনিবার এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার একটি ঐতিহাসিক মুহূর্ত সামনে রেখে এই ঘোষণাপত্র প্রস্তুত করেছে, যা দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো, শাসনব্যবস্থার রূপরেখা এবং নাগরিক অধিকারের প্রশ্নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারে।
এর আগে, গত ৩১ জুলাই একাধিক রাজনৈতিক দল জানিয়েছিল, আলোচনার ভিত্তিতে প্রাথমিকভাবে জুলাই ঘোষণাপত্রের মূল বিষয়বস্তুতে একমত হওয়া গেছে। তখনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে, শিগগিরই এই নথি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে।
জুলাই ঘোষণাপত্র ঘিরে দেশের রাজনীতিতে এক ধরনের প্রত্যাশা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন রাজনৈতিক শক্তি, নাগরিক সমাজ ও পেশাজীবী সংগঠনগুলোর অংশগ্রহণে দীর্ঘদিন ধরে যে সংলাপ, বিতর্ক ও সমঝোতার চেষ্টার মধ্য দিয়ে এটি তৈরি হয়েছে, তা এখন একটি নতুন রাজনৈতিক বাস্তবতা গঠনের সম্ভাবনার দিকে ইঙ্গিত দিচ্ছে।
৫ আগস্টের অনুষ্ঠানটি কোথায় আয়োজিত হবে এবং তা কোন মাধ্যমে সম্প্রচারিত হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এটি একটি সর্বজনীন ও অংশগ্রহণমূলক আয়োজন হবে।