
আফ্রিকার সর্বোচ্চ কিলিমাঞ্জারো পর্বত জয় করেছেন একদল বাংলাদেশি পর্বতারোহী। এই অর্জনকে দেশের ক্রমবর্ধমান অ্যাডভেঞ্চার ট্যুরিজম কমিউনিটির জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
১১ সদস্যের এই পর্বতারোহী দলে ছিলেন সাতজন নারী ও চারজন পুরুষ। তারা টানা ছয়দিনের পথ পাড়ি দিয়ে পৌঁছান সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯ হাজার ৩৪১ ফুট (৫ হাজার ৮৯৫ মিটার) উঁচু কিলিমাঞ্জারোর চূড়ায়, যা বিশ্বের সর্বোচ্চ স্বতন্ত্র (free-standing) পর্বতশৃঙ্গ হিসেবে পরিচিত।
দলের সাতজন নারী কিলিমাঞ্জারোর সর্বোচ্চ চূড়া উহুরু পিক জয় করেন।
এদের মধ্যে রয়েছেন— মিসকাতুল ফাতিমা, মনিরা সেতু, সারজানা সরওয়াত সানা, মো. রফসানজানী, মো. মামুনুর রশিদ, নওশাদ মুসাব্বির হোসেন এবং ফয়সাল মাহমুদ।
অন্যদিকে, তাশমিম আলম পৌঁছান স্টেলা পয়েন্টে (৫,৭৫৬ মিটার)। আর আয়েশা সুলতানা ও মমতাজ বেগম পৌঁছান গিলম্যানস পয়েন্টে (৫,৬৮১ মিটার)—যা দুটোই চূড়ার পথে গুরুত্বপূর্ণ মাইলফলক।
১২ থেকে ১৬ ঘণ্টাব্যাপী টানা আরোহনের পর সবাই নিরাপদে ক্যাম্পে ফিরেছেন।
এই আয়োজন করেছে বাংলাদেশের ভ্রমণ সংস্থা ট্যুর গ্রুপ বিডি। তারা টেকসই অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে উৎসাহিত করছে।