Logo
Logo
×

সংবাদ

জামায়াত আমিরের বাইপাস সার্জারি শনিবার, দোয়া কামনা

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১০:৪৮ এএম

জামায়াত আমিরের বাইপাস সার্জারি শনিবার, দোয়া কামনা

ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়েছে। এ কারণে আগামীকাল শনিবার (০২ আগস্ট) সকালে তার বাইপাস সার্জারি হবে। দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সংবাদমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

দলের আমিরের সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়ে মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সুধী-শুভাকাঙ্ক্ষী, দেশবাসী এবং প্রবাসে অবস্থানরত ভাই-বোনদের প্রতি বিনীত আহ্বান—আমরা মহান আল্লাহ তা'য়ালার দরবারে নফল ইবাদতের মাধ্যমে যে যার অবস্থান থেকে তার জন্য একান্তভাবে দোয়া করি।

তিনি বলেন, আল্লাহ তা'য়ালা যেন তাকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন এবং পূর্ণ সক্ষমতা নিয়ে ফিরে আসার তাওফিক দান করেন— এই দোয়াই করছি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন