Logo
Logo
×

সংবাদ

বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ২০ শতাংশ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০৯:৫৯ এএম

বাংলাদেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক ২০ শতাংশ

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত ওই আদেশ অনুযায়ী, নতুন শুল্ক হার আজ শুক্রবার (১ আগস্ট) থেকে কার্যকর হয়েছে।

এর আগে, চলতি বছরের এপ্রিলে মার্কিন সরকার বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করে, যার পর তা তিন মাসের জন্য স্থগিত রাখা হয়। আলোচনার পথ খোলা রেখে ওই সময়সীমা শেষে এবার শুল্ক হার কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হলো। যদিও এ হার পূর্বঘোষিত ৩৫ শতাংশ থেকেও ১৫ শতাংশ কম।

 অন্যান্য দেশের পরিস্থিতি: একই আদেশে যুক্তরাষ্ট্র আরও কয়েকটি দেশের আমদানি পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে। সেগুলোর মধ্যে রয়েছে:

ভারত: ২৫%

পাকিস্তান: ১৯%

শ্রীলঙ্কা ও ভিয়েতনাম: ২০%

মিয়ানমার: সর্বোচ্চ ৪০%

ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া: ১৯% করে

আফগানিস্তান: ১৫%

ব্রাজিল: ১০%

বাংলাদেশের প্রতিক্রিয়া ও আলোচনা: পাল্টা শুল্ক কমাতে বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল সম্প্রতি ওয়াশিংটন সফর করেছে। সেখানে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতরের সঙ্গে টানা তিন দিন বৈঠক করেন তারা।

দলের নেতৃত্বে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তার সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী।

শুল্ক নির্ধারণ পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেখ বশিরউদ্দিন বলেন, “২০ শতাংশ হার আমাদের প্রত্যাশার চেয়ে কিছুটা বেশি হলেও, এটা একটি কার্যকর আপস। এখন গড় শুল্কহার দাঁড়াল ৩৫ শতাংশ, যা আগের ৩৭ শতাংশ থেকে কম। এতে আমাদের রপ্তানি প্রতিযোগিতার মধ্যেই থাকবে, তবে চাপ থাকবে।”

সামগ্রিক প্রভাব ও আগাম শঙ্কা: বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের গড় রপ্তানি শুল্ক ১৫ শতাংশ। নতুন ২০ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হওয়ায় মোট শুল্ক দাঁড়াল ৩৫ শতাংশে। অনেকেই আশঙ্কা করছেন, এ শুল্কহার কিছু নির্দিষ্ট খাতের রপ্তানিকে বাধাগ্রস্ত করতে পারে, বিশেষ করে তৈরি পোশাক ও হস্তশিল্পে।

বিশেষজ্ঞরা বলছেন, শুল্ক ব্যবস্থায় দীর্ঘস্থায়ী সমাধান না হলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর রপ্তানি বাজারে চাপ বাড়তে পারে। তারা আরও পরামর্শ দিচ্ছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি স্থায়ী বাণিজ্য চুক্তির দিকে নজর দেওয়া উচিত, যাতে এই ধরনের পাল্টা সিদ্ধান্ত এড়ানো যায়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন