একটা দেশের কাছে পররাষ্ট্রনীতি বন্ধক দেওয়া হয়েছিল: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৬:৪৬ পিএম

আমাদের পররাষ্ট্র নীতি একটা দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল, এখন পররাষ্ট্রনীতি স্বাধীন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা সবার সঙ্গে সুসম্পর্ক রাখছি। সেটা ভারত হোক, সেটা চীন হোক, যুক্তরাষ্ট্র হোক সবার সঙ্গে আমরা একটা সুসম্পর্ক রাখছি। আমি চাই আমার সঙ্গে তার সম্পর্ক হোক মর্যদার ও ন্যায্যতার এবং সেই জায়গায় আমরা গিয়েছি।
এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কোনো কিছুই বাঁধা হবে না। বাংলাদেশের জনগণের যদি অংশগ্রহণ থাকে, কোনো কিছুই বাঁধা না। আগে তো জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি। তার আগেই রাতের বেলা ব্যালট পড়েছে। যখন ফ্রি অ্যান্ড সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তখন মানুষই রক্ষাকারী ঢাল হিসেবে কাজ করে।
তিনি বলেন, ভালো নির্বাচনে একটা উৎসবের আমেজ হয়। কারণ আপনি যান, আমিও যাই। আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি, উনি ওনার বৃদ্ধা বাবা-মাকে নিয়ে যাচ্ছেন। সবার অংশগ্রহণ থাকলে নির্বাচন সুন্দর হবে। আমরা আশাকরি এই নির্বচনটা খুবই উৎসবমুখর পরিবেশে, ভালো নির্বাচন হবে।
তিনি আরও বলেন, প্রতি নির্বাচনে আমাদের কিছু না কিছু ভায়োলেন্স (সহিংসতা) হয়। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ভায়োলেন্স জিরোতে নামিয়ে আনা। সেটার জন্য আমরা কয়েক দফা মিটিং করেছি। আমরা গত মিটিয়ে বলেছি- দেড় লাখ পুলিশ সদস্য নির্বাচনী দায়িত্বে থাকবেন এবং তাদের ট্রেনিং শুরু হয়েছে। সেনাবাহিনীর কথা বলেছি। আশা করা যায় শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।
আর এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, প্রশাসনকে নিরপেক্ষ করা কষ্ট সাধ্য কাজ ছিল। গত ১২ মাসে বর্তমান সরকার এখানে অনেক শ্রম দিয়েছে। আমরা চেষ্টা করেছি, আপনারা দেখেছেন এখন অনেকেই নিরপেক্ষ। আমরা আশাকরি আওয়ামী লীগের অপশাসন থেকে আমাদের সমাজের সকলেই এখান থেকে শিক্ষা নেবেন। সাংবাদিকদের জন্যও একটা বড় শিক্ষা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল। এ সময় প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর উপস্থিত ছিলেন।