Logo
Logo
×

সংবাদ

শেখহাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:৫৪ পিএম

শেখহাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগে করা তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, মামলার আসামিরা দেশে না থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

তিনি জানান, একটি মামলায় শেখ হাসিনাসহ ১২ জন, অন্যটিতে শেখ হাসিনা ও জয়সহ ১৭ জন এবং তৃতীয় মামলায় শেখ হাসিনা ও পুতুলসহ ১৮ জনকে আসামি করা হয়েছে। পরবর্তী কার্যক্রম হিসেবে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হয়েছে আগামী ১১ আগস্ট।

২০২৪ সালের ৫ আগস্ট গণআন্দোলনের পর শেখ হাসিনা পদচ্যুত হন এবং এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। তার পরিবারের অন্য সদস্যরাও দেশ ত্যাগ করেছেন।

এই মামলাগুলোর মূল বিষয় হলো পূর্বাচল আবাসিক প্রকল্পে ছয়টি ১০ কাঠার প্লট বরাদ্দ পাওয়ার প্রক্রিয়ায় অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। দুদক ২০২৩ সালের ডিসেম্বরে এই বিষয়ে অনুসন্ধান শুরু করে। এরপর ১২ জানুয়ারি শেখ হাসিনার মেয়ে পুতুলের বিরুদ্ধে প্রথম মামলা হয়। ১৩ জানুয়ারি শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর বিরুদ্ধেও মামলা করা হয়।

১৪ জানুয়ারি শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধেও দুটি মামলা করা হয়। মোট ছয়টি মামলাতেই শেখ হাসিনার নাম রয়েছে।

দুদকের ভাষ্যমতে, সরকারের শীর্ষ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা পদমর্যাদা ও প্রভাব ব্যবহার করে পূর্বাচল প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে প্লট বরাদ্দ নেন, যেখানে তাদের সেই বরাদ্দ পাওয়ার উপযুক্ততা ছিল না।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন