জুলাই সনদের খসড়ার সঙ্গে বিএনপি ‘মোটামুটি’ একমত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৮:৩১ পিএম

জুলাই সনদের খসড়ার সঙ্গে বিএনপি মোটামুটি একমত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের ২১তম দিনের সংলাপের আছরের বিরতির পরে এসব কথা বলেন সালাহউদ্দিন।
তিনি বলেন, কিন্তু ওখানে কিছু বাক্য, শব্দ, গঠন প্রণালি ইত্যাদি নিয়ে কারও কোনো মতামত আছে কিনা সে জন্য সব রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছে। আমাদের সংশোধনী থাকবে ভাষাগত, বাক্যগত। অঙ্গীকারের বিষয়ে আমরা একমত।
বিএনপির সংশোধনী আগামীকালই জমা দেওয়া হবে জানিয়ে সালাহউদ্দীন বলেন, দুই বছরের ভেতরে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যে অঙ্গীকার চাওয়া হয়েছে সে বিষয়ে আমরা একমত। যে সমস্ত প্রতিশ্রুতির জন্য আইন কানুন সংবিধান চেঞ্জ করার জন্য ওখানে বলা হয়েছে, সেটা তো বলারও প্রয়োজন নাই। সেটার জন্যই তো এই প্রতিশ্রুতি। সেটার জন্যই তো এ কমিশন আসা।
সংস্কার কমিশনের ৭০০-এর বেশি সুপারিশ সম্পর্কে সালাহউদ্দিন আহমেদ বলেন, আমরা এর মধ্যে ৬৫০টির মতো প্রস্তাবে একমত হয়েছি। বাকিগুলোর বিষয়ে পরামর্শ দিয়েছি বা সংশোধিত প্রস্তাব দিয়েছি।
তিনি বলেন, ‘সব প্রস্তাব সনদে আসবে না। তবে যেগুলো মৌলিক, যেমন সংবিধান সংশোধন সংক্রান্ত, সেগুলো অবশ্যই গুরুত্ব পাবে।’