Logo
Logo
×

সংবাদ

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৫:৩৮ পিএম

ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে এই তফশিল ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সম্মেলন কক্ষে এ তফসিল ঘোষণা করেন ডাকসু নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন।

ঘোষণা অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক জসিম উদ্দিনকে।

ডাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা জানানো হয়েছে, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামীকাল ৩০ জুলাই। খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণের শেষ তারিখ আগামী ৬ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ১১ আগস্ট বিকেল ৪টায়।

আগামী ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ১৯ আগস্ট বেলা ৩টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হবে। মনোনয়ন বাছাই করা হবে ২০ আগস্ট। আর প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২১ আগস্ট বেলা ১টায়। ২৫ আগস্ট বেলা ১টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট বিকেল ৪টায়।

আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত উভয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাত ৯টায় ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে। হল সংসদের ফলাফল সংশ্লিষ্ট কেন্দ্রে এবং ডাকসু নির্বাচনের ফলাফল সমন্বিতভাবে নবাব নবাব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট সভা কক্ষে ঘোষণা করা হবে। 

গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে মোট ৬টি কেন্দ্রে হবে ডাকসু নির্বাচন।

সর্বশেষ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী থেকে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের প্রার্থী ও ভোটার হতে পারবেন। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন হয় ২০১৯ সালে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন