Logo
Logo
×

সংবাদ

চাঁদা আদায়ের অভিযোগে জামায়াতের ওয়ার্ড সভাপতিসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০২:২৮ পিএম

চাঁদা আদায়ের অভিযোগে জামায়াতের ওয়ার্ড সভাপতিসহ আটক ৪

নাটোরের বড়াইগ্রামের আহমেদপুর বাজারে চাঁদা আদায়ের অভিযোগে জামায়াত সংশ্লিষ্ট চারজনকে আটক করেছে সেনাবাহিনী ও থানা পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছেন একটি ওয়ার্ড কমিটির সভাপতি ও তার তিন সহযোগী।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলার ৩ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে। বাজারের অন্তত ১০টি দোকানে তালা ঝুলিয়ে দেয় অভিযুক্তরা। ব্যবসায়ীদের অভিযোগ, মাসে ৫ হাজার টাকা করে চাঁদা দাবি করেছিল তারা। কেউ চাঁদা দিতে না চাইলে জোরপূর্বক দোকান বন্ধ করে দেওয়া হয়।

পরিস্থিতির অবনতি ঘটলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সেনা সদস্য ও পুলিশের সহায়তা চান। পরে নাটোরের অস্থায়ী সেনা ক্যাম্প ও বড়াইগ্রাম থানার টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। তারা দোকানের তালা খুলে ব্যবসা ফের চালু করতে সাহায্য করে এবং চাঁদা দাবি করা চারজনকে আটক করে নিয়ে যায়।

এই ঘটনার পর বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন