Logo
Logo
×

সংবাদ

গাজীপুরে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:৫১ পিএম

গাজীপুরে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে হোসেন মার্কেট সংলগ্ন একটি খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে টঙ্গীর শালিকচুড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম।

রোববার রাত ৯টার দিকে ফারিয়া তাসনিম জ্যোতি নামের ওই নারী হোসেন মার্কেটের পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে, কিন্তু তাৎক্ষণিকভাবে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

ফারিয়া তাসনিম জ্যোতির বয়স ছিল ২৮ বছর। তিনি চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মসজিদপাড়ার বাসিন্দা ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে। টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বসবাস করে তিনি একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে চাকরি করতেন।

ঘটনার দিন ওষুধ সরবরাহের কাজে টঙ্গী ইম্পেরিয়াল হাসপাতালে যাওয়ার সময় রাস্তার পাশে হাঁটছিলেন তিনি। তখন অসতর্কভাবে খোলা ম্যানহোলে পড়ে যান এবং প্রবল পানির স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মহাসড়কের পাশে যে ম্যানহোলটি ছিল, তার একটি অংশ দীর্ঘদিন ধরে খোলা অবস্থায় ছিল। সেখানে কোনো ঢাকনা বসানো হয়নি, এমনকি কোনো সতর্কতামূলক চিহ্ন বা সাইনবোর্ডও ছিল না। ফলে পথচারীরা ছিলেন চরম ঝুঁকির মুখে।

নিহতের বড় ভাই শোভন জানান, ঘটনার পর থেকেই বোনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে খোঁজাখুঁজি শুরু করেন তারা। সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে তার বোনের জুতা খুঁজে পেলে বিষয়টি নিশ্চিত হন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহিন আলম বলেন, যে ম্যানহোলে ওই নারী পড়ে যান, তার সংযোগ ছিল শালিকচুড়া বিলে। সেখানেই অভিযান চালিয়ে আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে স্থানীয়দের অভিযোগ, দায়িত্বে অবহেলার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময়মতো ব্যবস্থা নিলে একটি তাজা প্রাণ এভাবে ঝরে যেত না।


Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন